গাজীপুর জেলা পুলিশের ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম।
উন্নতর সেবা প্রদানের লক্ষ্যে ওয়েবসাইট প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পেরে আমি আনন্দিত। আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা এবং জননিরাপত্তা ও অভ্যন্তরীন নিরাপত্তা বজায় রাখতে বদ্ধ পরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে গাজীপুর জেলাকে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং জঙ্গীবাদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতি বদ্ধ। আমি আশা করি এই উদ্দেশ্যে পূরনে আমাদের ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে সামনে রেখেই আমরা পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানের চেষ্টা করে আসছি।