গাজীপুরে মাত্র ০৪ দিনের মধ্যেই হত্যা মামলার তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করল জয়দেবপুর থানা পুলিশ।
গাজীপুর সদরে মণিপুর এলাকায় জাকিরের বাড়ীতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন কাপড় ব্যবসায়ী জুয়েল আহমেদ ও পোশাক কারখানা শ্রমিক রেহেনা দম্পতি। গত ০৪/০৩/২০২১খ্রিঃ তারিখ পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জুয়েল তার স্ত্রী রেহেনার গলা কেটে দেহটি সাত টুকরা করে । পরে বস্তায় ভরে রাতে আবার টুকরাগুলো ময়লার স্তূপে লুকিয়ে ফেলেন। উক্ত ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হলে তদন্তকারী অফিসার এসআই মোঃ রকিবুল ইসলাম মাত্র ০৪ দিনের মধ্যেই মামলাটির সফল তদন্ত সমাপ্ত ও আসামী গ্রেফতার করে। যার প্রেক্ষিতে জয়দেবপুর থানা পুলিশ অদ্য ১১/৩/২০২১খ্রিঃ মামলায় ৫১ পাতা বিশিষ্ট নথিপত্রসহ চার্জশীট বিজ্ঞ আদালতে দাখিল করে।
উল্লেখ্য এ সংক্রান্তে জয়দেবপুর থানার মামলা নং-১০ তারিখ-৮/০৩/২০২১খ্রিঃ ধারা-৩০২/২০১ পেনাল কোড) রুজু হয়।