Apps

Picture

শহীদ কং/৯১৩ মোঃ শাহীনুর রহমান এর আত্নত্যাগ

শহীদ কং/৯১৩ মোঃ শাহীনুর রহমান, বিপি-৮৮০৮১১৬৪৭৯, এর আত্নত্যাগ (মানিকগঞ্জ জেলা)

পরিচিতি

মোঃ শাহীনুর রহমান

পিতা-মোঃ ওহিদুর রহমান

মাতা-মোছাঃ হেলেনা বেগম

সাং-গোহাইল বাড়ী (সর্দারপাড়া)

পো-শিমুলিয়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।

আত্নত্যাগের বিবৃতি-

মানিকগঞ্জ জেলার সদর থানায় কর্মরত ছিলেন কং/ শাহীনুর। গত ১৯/০৪/২০১৮ খ্রিঃ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের জন্য সাজা প্রাপ্ত আসামী মোঃ আঃ সালাম নামে এক আসামীর মানিকগঞ্জ থানার অন্তর্গত গিলন্ড মধ্যপাড়া সাকিনস্থ কালীগঙ্গা নদীর পাড়ে কাঠ বাগানে অবস্থান জানতে পারলে কং/শাহীনুর আসামীকে ধৃত করার জন্য উক্ত স্থানে উপস্থিত হলে আসমী নদীতে ঝাপে দেয়। কিন্তু শাহীনুর কোন ক্রমেই পিছুপা না হয়ে আসীকে ধৃত করার জন্য কং/শাহীনুর ও নদীপে ঝাপিয়ে  পড়ে। কিন্তু নদীপে কচুরী পানা থাকায় কং/ শাহীনুরকে কিছুক্ষণের মধ্যে দেখতে না পাওয়ায় অনেক খোজাখুজির পর ২০/০৪/২০১৮ তারিখ বেলা ১৩.১৫ ঘটিকার সময় জয়নগর সাকিনস্থ কালীগঙ্গা নদী হতে তার মরদেহ উদ্ধার করা হয়। এভাবেই শহীদ কং/শাহিনুর নিজের জীবন উৎস্বর্গ করে মানিকগঞ্জ জেলা পুলিশের  এবং বাংলাদেশ পুলিশ বাহীনিতে আত্নত্যাগের কাহিনী রচিত করে গেলেন।

 
Copyright © 2023 Gazipur,Superintendent of police. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.